You have reached your daily news limit

Please log in to continue


তবুও সাকিবই আশা ভরসার কেন্দ্রবিন্দু

ভক্তরা তাকে ডাকেন বাংলাদেশের প্রাণ বলে। শুধু সমর্থক ও ভক্তদের ডাকা নামে নয়। সত্যিই ‘বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান’। অন্তত পরিসংখ্যান সেটাই জানান দিচ্ছে। পরিসংখ্যানকে মানদণ্ড ধরলেই দেখা যাবে, টিম বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আর কার্যকর অস্ত্রের নাম সাকিব আল হাসান।

হোক তা টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই টিম বাংলাদেশের শক্তির বড় উৎস সাকিব। এ অসামান্য প্রতিভাবান অলরাউন্ডার কতটা ভাল খেলতে পারেন, বড় মঞ্চে তার সাফল্য কতটা আকাশছোঁয়া হতে পারে, সেটাও সবার জানা। খুব বেশি দিন আগের কথা নয়, এইতো গত ২০১৯ সালে যুক্তরাজ্যের বিশ্বকাপেই সাকিব ব্যাট ও বল হাতে জ্বলে উঠে নিজের জাত, মান মেধা আর সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

যে দল সেরা চারেই যেতে পারে না, সেই দলের পারফরমার হয়েও বিশ্বের সব দেশের বাঘা বাঘা বোলারকে শাসন করে ইচ্ছেমত পিটিয়ে ৮ ম্যাচে ৬০৬ রান করেছিলেন সাকিব। একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া বাকি ৭টি দেশের বিপক্ষেই পঞ্চাশ বা তার বেশি রান আসে সাকিবের ব্যাট থেকে। সাথে ১১টি উইকেটও দখল করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন