তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসলো। দুই দিনব্যাপী বৈঠকের পর যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে। এখনই তালেবানকে স্বীকৃতি দেয়া হবে না তবে তাদের সাহায্য করা হবে। কাতারের দোহায় মুখোমুখি বৈঠকে বসেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানের শীর্ষ প্রতিনিধিরা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সুরক্ষা ও সন্ত্রাসবাদ নিয়েই মূলত কথা হয়েছে। খবর বিবিসির আফগানিস্তানে এখনো কিছু মার্কিন নাগরিক থেকে গেছেন। তাছাড়া যেসব আফগান গত ২০ বছর যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছেন এবং যারা দেশ ছাড়তে চান, তারা যাতে নিরাপদে ফিরতে পারেন, তা নিয়েও কথা হয়েছে। তাছাড়া আফগান সমাজের বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের যোগদানের বিষয়টিও আলোচনায় উঠেছিল।