সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন টি টেন লিগে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দল পেলেন বাঁহাতি ওপেনার জুনায়েদ সিদ্দিকী। তাকে দলে টেনেছে প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে।