তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে সংসার করবেন না টলিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের সিদ্ধান্তে তিনি অনঢ়। গত ১৬ অক্টোবর তিনি ডিভোর্স চেয়ে কলকাতার আলিপুর আদালতে মামলা পর্যন্ত করেছেন। তবে শুধু ডিভোর্স নয়, সঙ্গে তিনি রোশনের কাছে খোরপোশও চেয়েছেন। সম্প্রতি নায়িকার আইনজীবী এই তথ্য প্রকাশ করেছেন।