জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা মনে করেন, জাপার গঠনতন্ত্রে চেয়ারম্যানের ‘একক ক্ষমতা’র বিষয়টি গণতন্ত্রের জন্য শুভ নয়। তার প্রত্যাশা, সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর পদে নতুন কাউকে নির্বাচনের আগে দলের চেয়ারম্যান জিএম কাদের যেন সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে নেন। যদিও জাপার গঠনতন্ত্রের ২০/১(১)ক ধারা অনুযায়ী মহাসচিব পদে কাউকে দায়িত্ব দেওয়ার ক্ষমতা কেবল চেয়ারম্যানেরই। তবে এ বিষয়ে সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করার মধ্য দিয়ে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার মত দিয়েছেন জাপার ‘পিতৃভূমি’ রংপুরের নেতারা।