জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তিনজন আহত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পরবর্তী সময়ে অঞ্চলটিতে সুনামি সতর্কতাও জারি করা হয়নি। খবর জাপান টাইমসের
জাপানি আবহাওয়া সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর তিনটার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ইওতে এর কাছাকাছি প্রশান্ত মহাসাগরের প্রায় ৫৬ কিলোমিটার গভীরে।
জাপানের উত্তরাঞ্চলের প্রধান দ্বীপ হোক্কাইডোর কিছু এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানি ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিলো ৫ দশমিক ৯। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৬ কিলোমিটার। তবে তুলনামুলকভাবে হোক্কাইডোর কম্পনটি বেশি শক্তিশালী ছিল।