করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলছে। শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার তোড়জোড় চলছে। ধাপে ধাপে সশরীর ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে। আবাসিক হলগুলোও খুলে দেওয়া হচ্ছে। খুব শিগগির তাঁরা তাঁদের প্রিয় ক্যাম্পাসে ফিরবেন।
এই দেড় বছরে শিক্ষার্থীদের জীবন থেকে যা হারিয়েছে, সেটা অপূরণীয়। এ ক্ষতি সামষ্টিক। ক্ষতি পুষিয়ে এখন নতুন করে আবার যাত্রা শুরুর সময়। কিন্তু বিশ্ববিদ্যালয়জীবনের মূর্তিমান আতঙ্ক ‘গেস্টরুম’, ‘গণরুম’ প্রথা কি আবার ফিরে আসবে? আমরা যারা গত তিন দশকে গ্রাম, মফস্বল থেকে এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আবাসিক হলে থেকেছি, তাদের বিশ্ববিদ্যালয়জীবনের সবচেয়ে ‘অবমাননাকর অধ্যায়’ এই গেস্টরুম-গণরুম।
অপমান, লাঞ্ছনা, মারধর কিংবা গালিগালাজ সহ্য করতে হয়নি, এমন কোনো শিক্ষার্থীকে খুঁজে পাওয়া দুষ্কর। হলগুলোর গেস্টরুম শুধু ক্ষমতাসীন ছাত্রসংগঠনগুলোর ‘টর্চার সেল’ নয়, এটা স্বপ্নবাজ তরুণদের ব্যক্তিত্ব গুঁড়িয়ে দেওয়ারও কেন্দ্র।