ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর স্বৈরশাসনের বিরুদ্ধে মিয়ানমারের জনগণের সংগ্রাম একটা দীর্ঘ পথ পেরিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে শান্তি অন্বেষণ এবং নিপীড়িত জাতিসত্তার অধিকার আদায়ের আন্দোলনকর্মী হিসেবে আমি ১০ বছর ধরে কাজ করছি। উগ্র জাতীয়তাবাদ, রাজনৈতিক মেরুকরণ এবং সামরিক বাহিনীর দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে আমরা এখন যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। আমার নিজস্ব মত হচ্ছে সামরিক অভ্যুত্থানের এই আট মাসে মিয়ানমারে ফ্যাসিবাদবিরোধী বিপ্লবের ধরন পাল্টে গেছে।