যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত সাংবাদিক ড. কনক সারওয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে আটক করেছে র্যাব। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আজ (মঙ্গলবার) ভোরে রাজধানীর উত্তরা থেকে নুসরাতকে আটক করা হয়। সন্ধ্যায় আটকের বিষয়টি জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, দেশ-বিদেশে অবস্থান করে একটি চক্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার করছে। এদের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। যারা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজশে এই ধরনের অপকর্ম করছে তাদের ধরতে র্যাব গোয়েন্দা নজরদারী বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র্যাব-১ মঙ্গলবার ভোরে উত্তরা থেকে নুসরাত শাহরিন রাকাকে আটক করে। তার স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্য প্রবাসী।