ঢাকা দক্ষিণে বিএনপির সব কমিটি হবে কাউন্সিলে: সালাম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২১, ১৮:২০

কাউন্সিলের মাধ্যমে থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মঙ্গলবার সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, ঢাকা দক্ষিণে ২৪টি থানা ও ৭৫টি ওয়ার্ড রয়েছে। নতুনভাবে সংগঠন গড়ে তুলতে ৮টি ভাগে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় ২৫ হাজারের কাছাকাছি তথ্য ফরম নেতা-কর্মীদের কাছে বিতরণ করা হয়েছে।


“আগামীকাল পরশুর মধ্যে তথ্য ফরম আমাদের কাছে চলে আসবে। এরপর আমরা প্রত্যেক থানা ও ওয়ার্ডে কর্মী সভা করবো।”


এই লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড ও থানায় যাতে কর্মীসভা করা যায় সেজন্য আইনশৃঙ্থলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন আবদুস সালাম।


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য বলেন, “আমাদের কর্মীসভাগুলো করতে পুলিশ যেন বাধা না দেয় সে ব্যাপারে আমরা মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ জানাতে চাই। আমরা তার সাথে দেখা করার চেষ্টা করছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us