সময়টা একদমই ভালো যাচ্ছে না ফেইসবুকের। সেপ্টেম্বর মাস থেকেই ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ‘ফেইসবুক ফাইলস’ শিরোনামের সিরিজ প্রতিবেদনের সূত্র ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। পুরো বিষয়টি গড়িয়েছে মার্কিন সিনেট পর্যন্ত। এর মধ্যেই জনসমক্ষে এসেছেন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গবেষণা ও নথিপত্র ওয়াল স্ট্রিট জার্নালের কাছে সরবরাহকারী সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন।