চীনে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল ১৯২১ সালের ১ জুলাই। সদস্য সংখ্যার হিসাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল চীনের কমিউনিস্ট পার্টি, যারা ১৯৪৯ থেকে একচেটিয়া চীনের ক্ষমতায় অধিষ্ঠিত। তাদের নেতৃত্বেই চীন আজ স্বমহিমায় পৃথিবীর সর্ববৃহৎ এক সমাজতান্ত্রিক ও শক্তিশালী দেশ হিসেবে বিরাজমান। এ সাফল্যের অন্যতম কারণ হলো, কমিউনিজমকে চীনের বৈশিষ্ট্যের সঙ্গে একাত্ম করা এবং সমাজতন্ত্রের সঙ্গে পুঁজিবাদের মেলবন্ধন ঘটানো। বিগত কয়েক দশক ধরে কমিউনিস্ট সরকারের দ্বারা সমাজের সর্বস্তরের অভূতপূর্ব উন্নয়ন এবং সর্বোপরি সাধারণ মানুষের জীবনমানের ব্যাপক উন্নতি হলেও সরকারবিরোধী যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকেই কঠোরভাবে দমন করা হয়েছে। সে কারণে বহির্বিশ্বে চীনের কমিউনিস্ট সরকার অত্যাচারী শাসকের তকমা এখন পর্যন্ত ছাড়তে পারেনি।