কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের জীববিজ্ঞান ক্লাস নিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত তিনি তাদের ক্লাস নেন।
একাধিক শিক্ষার্থী জানায়, ঘড়ির কাটায় তখন সাড়ে ৭টা। স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় মিলনায়তনে বসে আছে ১৫০ শিক্ষার্থী। শিক্ষক বেশে ডিসি মোহাম্মদ কামরুল হাসান এক হাতে মার্কার, অন্যহাতে মাইক্রোফোন নিয়ে পাঠদান শুরু করেন। এ সময়ে তিনি মানবদেহের বিভিন্ন অঙ্গ, রক্তকণিকা অধ্যায় পড়ান। মাঝে-মধ্যে হোয়াইট বোর্ডে চিত্র এঁকে বুঝিয়ে দেন সাবলিলভাবে। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।