বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান একের পর এক ম্যাচ কলকাতা নাইট রাইডার্স একাদশের বাইরে থাকায় ক্রিকেটাঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সাকিবকে বাইরে রেখে একের পর এক নিউজিল্যান্ডের ক্রিকেটারকে সুযোগ দিচ্ছেন নাইটদের কিউই কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এজন্য তাকে ঘিরেও সমালোচনা কম হচ্ছে না। প্রচণ্ড চাপে থাকা নাইট কোচ ম্যাককালাম এবার বললেন, দ্রুতই সাকিবকে দেখা যাবে একাদশে।
আইপিএলের এবারের আসরে মাত্র তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন সাকিব। গতকাল শুক্রবার রাতে পাঞ্জাবের বিপক্ষে হেরে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে যাওয়াটা অনিশ্চিত হয়ে গেছে।