করোনা মহামারীতে বিশ্বজুড়ে দীর্ঘ দেড় বছরের প্রায় অচলাবস্থার অবসান হচ্ছে। ধীরে ধীরে আবারও স্বাভাবিক হওয়ার পথে হাঁটছে পৃথিবী। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দীর্ঘ ৫৪৪ দিন পর গত ১২ সেপ্টেম্বর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়গুলোও অচিরেই খুলতে যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ধাপে ধাপে একেকটি বিশ্ববিদ্যালয় খুলবে এবং ক্লাস-পরীক্ষা শুরু হবে। খুব স্বাভাবিকভাবেই স্কুল-কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ের লেখাপড়ায় সূক্ষ্ম একটা পার্থক্য থাকে। তাই বিশ্ববিদ্যালয় খুললেই শুধু হবে না, ক্লাস-পরীক্ষা শুরু হলেই শুধু হবে না খেয়াল রাখতে হবে শিক্ষার্থী-শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষায়ও। আর উচ্চশিক্ষার সর্বোচ্চ এই প্রতিষ্ঠানগুলোর জন্য বর্তমান পরিস্থিতিতে সেটা বড় একটা চ্যালেঞ্জ।