গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পদ্মা সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯৪ দশমিক ৭৫ শতাংশ। ঘোষিত সময় অনুযায়ী ২০২২ সালের জুনের মধ্যে সেতুর ৫ দশমিক ২৫ শতাংশ কাজ শেষ করতে হবে।
মূল সেতুর কাজের চুক্তিমূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ২৬৮ কোটি টাকা। আর্থিক কাজের (ব্যয়) অগ্রগতি ৯০ দশমিক ১৮ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের।