সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে দিয়েছে সরকার। সরকারের নতুন সিদ্ধান্তের ফলে যাদের বেশি পরিমাণে টাকা রয়েছে তারা পড়েছেন বিপাকে। বিশেষ করে এর ফলে মধ্যবিত্তের আয় কমে যাচ্ছে। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া পরিবার সঞ্চয়পত্র কেনা নারীরাও ক্ষতির সম্মুখীন হবেন। একইভাবে নতুন সিদ্ধান্তে কমবে প্রাতিষ্ঠানিক সঞ্চয়কারীদের আয়ও। প্রবাসীরাও ওয়েজ আর্নার্স বন্ডের বিপরীতে মুনাফা কম পাবেন। এ বিষয়ে গত ২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে।
সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের অনেকেই বলেছেন, করোনাকালে এমনিতেই অনেক মানুষ কষ্টে আছে। এছাড়া দেশে নিরাপদ বিনিয়োগের বিকল্প কম। সরকারের এ সিদ্ধান্তে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়বে। রাজধানীর মানিক নগর এলাকার অবসরপ্রাপ্ত চাকরিজীবী আবু শামা বলেন, পেনশনের টাকা দিয়ে সঞ্চয়পত্র কেনার ইচ্ছা ছিল। কিন্তু সম্প্রতি মুনাফা কমানোর ফলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, ব্যাংকে টাকা রাখলে লাভ পাওয়া যায় না।