১৯৭১-এর ১৬ ডিসেম্বর বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। বাংলাদেশকে ঘিরে এর নাগরিকদের অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা ছিল। জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সোনার বাংলা গড়ার স্বপ্নের কথা বলতেন আমাদের জাতীয় নেতৃত্ব। বাংলাদেশ সম্পর্কে দেশের সাধারণ মানুষের ধারণা ছিল, এ দেশ অতীতে খুব সমৃদ্ধ ছিল। এটা নিছক কল্পকাহিনি নয়। বার্নিয়েরের ভ্রমণবৃত্তান্ত থেকে জানা যায় সেকালের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নিশ্চয়ই একটি সম্পদশালী ভূখণ্ড ছিল।