সুনামগঞ্জের তাহিরপুরে দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন জায়গায় ভাঙা ছিলো। তাই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও উপজেলা পরিষদ। সে অনুযায়ী দুদিন আগে থেকে শুরু সড়কে ঢালাইয়ের কাজ। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। কাজে অনিয়মের অভিযোগও তোলেন তারা।