ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আজ বৃহস্পতিবার উপনির্বাচন। এই উপনির্বাচন নির্ধারণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ। দুই লাখের কিছু বেশি ভোটারের এই আসনে হেরে গেলে সাময়িকভাবে সমস্যায় পড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের নির্বাচনী রীতি অনুযায়ী কোনো জনপ্রতিনিধি নির্বাচনে হেরে গিয়েও পদ গ্রহণ করলে তাঁকে ছয় মাসের মধ্যে আবার নির্বাচনে দাঁড়িয়ে জিতে আসতে হয়। গত এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে হেরে যান মমতা। সেই কারণেই তাঁকে পাড়ার কেন্দ্র ভবানীপুরে দাঁড়াতে হলো, কারণ অনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৫ নভেম্বর। উপনির্বাচনের ফল ঘোষণা করা হবে ৩ অক্টোবর।