মাথার ওপর বৈদ্যুতিক পাখা ঘুরছে। তাও মোজাম্মেল হকের শরীর ভিজে যাচ্ছে ঘামে। হৃদরোগের এই রোগী হাসপাতালের বিছানায় শুয়ে নিজেই হাতপাখা ঘোরাচ্ছেন। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের ২০৬ নাম্বার কক্ষে এমন দৃশ্যই দেখা গেছে। এই কক্ষটিতে দুটি পাঁচ টনের এসি আছে। এরমধ্যে একটি চলছিলো, কিন্তু ঠাণ্ডা বাতাসের বদলে বের হচ্ছিল গরম বাতাস।
নাটোরের মাদনগর দাখিল মাদরাসার সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক বললেন, ‘এসি চলছে, কিন্তু ঘর ঠাণ্ডা হচ্ছে না। ফ্যানও চলছে কিন্তু বাতাস লাগছে না। তাই গরমে থাকতে পারছি না। হাতপাখায় ভরসা।’