চলন্ত ট্রেনে পাথর ছোড়া বন্ধে আরও দেড় হাজার জনবল নিয়োগের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। ২৬ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিমাণ জনবল নিয়োগ দিলে চলন্ত ট্রেনে পাথর ছোড়া ও চুরি-ডাকাতি বন্ধ হবে। প্রশ্ন উঠেছে, শুধু জনবল বাড়ালেই প্রায় তিন হাজার কিলোমিটার জুড়ে থাকা রেলপথের সুরক্ষা দেওয়া সম্ভব?
বৈঠকে মন্ত্রণালয় জানায়, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সমন্বয়ের ফলে দুর্ঘটনা অনেকটা কমেছে। আরও দেড় হাজার জনবল বাড়ালে পাথর ছোড়া পুরোপুরি বন্ধ করতে সুবিধা হবে। আলোচনা শেষে জনবল বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি।