জন্ম থেকে প্রতিবন্ধী বাবু মিয়ার জীবনযাপন ছিলো বেশ কষ্টকর। নানীর কাছে মাগুরায় বেড়ে ওঠা বাবু এখনও ঠিকমত কথা বলতে পারে না। জমি-অর্থ কিছুই নেই তার, বহু কষ্টে তিনি কেনেন একটি স্মার্টফোন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানান তার অসহায়ত্বের কথা। এরপর হঠাৎ করেই আলাদীনের প্রদীপ ইচ্ছাপূরণের মতই বাবু পেয়ে যান জমিসহ বাড়ি। প্রচণ্ড ভালবাসা ও আবেগ নিয়ে তার এই স্বপ্ন পূরণের কথা এক ভিডিও বার্তায় জানান বাবু যা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।