জননেত্রী শেখ হাসিনা। তার সম্পর্কে যথার্থ উপমা হলো, তিনি দুঃখের পাষাণে ঘষা সুবাসী চন্দন। তার জীবন, তার সংগ্রাম, তার দেশসেবা এবং আজ পৃথিবীজুড়ে তার যে অবস্থান—এ সম্পর্কে একটি কথা প্রযোজ্য, তিনি কোনো দিনও ফুল বিছানো পথে হাঁটেননি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতেও দেখেছি যে বঙ্গবন্ধু অত্যন্ত অল্প সময় তার সন্তান-সন্ততি হাসু-কামালদের জন্য বরাদ্দ রাখতে পেরেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মূলত তার মায়ের তত্ত্বাবধানে বেড়ে উঠেছেন। পরবর্তীকালে বিদেশ-বিভূঁইয়ে থেকেছেন। দুই সন্তানকে দেখাশোনা করবেন, ওদের বড় করে তুলবেন, সংসার সামলাবেন—এমন সময়ে ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মন্তুদ ঘটনা ঘটে গেল।