টাঙ্গাইলের মির্জাপুরে জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলাম হত্যাকাণ্ডের ছয় মাস পার হলেও মামলার একমাত্র আসামি রেদওয়ানার স্বামী ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন মিজানকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ২২ মার্চ মির্জাপুর কুমুদিনী হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন রেদওয়ানা ইসলাম। ২৭ মার্চ বিকেলে হাসপাতালের দোতলায় ১১ নম্বর কেবিন থেকে মুখে বালিশচাপা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় রেদওয়ানা ইসলামের মরদেহ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ।