যান্ত্রিক ত্রুটির কারণে পাবনার কাজিরহাট-আরিচা নৌপথের চারটি ফেরির মধ্যে দুটি ফেরি বন্ধ রয়েছে। অন্য দুটি ফেরি দিয়ে ধীর গতিতে চলছে যানবাহন পারাপার। ফলে দুই পাড়ে আটকা পড়েছে প্রায় সাড়ে তিন শতাধিক যানবাহন। তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার (২২ সেপ্টেম্বর) থেকে রো রো ফেরি বেগম রোকেয়া ও ডাম্প ফেরি কপোতি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। রো রো ফেরি বেগম সুফিয়া কামাল ড্যাম্প ফেরি কলমিলতা দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।