পাবনার চাটমোহরে সিএনজি চালিত অটোরিকশা ও মাছ বোঝাই পিক আপের মুখোমুখি সংঘর্ষে আলেফা খাতুন (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের মহেশপুর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী সিরাজগঞ্জের উল্লাপড়া উপজেলার কালিয়াকৈড় গ্রামের মোস্তফা সরকারকে গুরুতর আহতবাবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলেফা বেগম ও তারসস্বামী ভাঙ্গুড়া উপজেলা থেকে সিএনজি যোগে পাবনায় যাচ্ছিলেন। পথিমধ্যে চাটমোহর-টেবুনিয়া সড়কের মহেশপুর এলাকায় উল্টোদিক থেকে আসা মাছ বোঝাই একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।