লেখাটির শিরোনামের সঙ্গে একটি লেজ লাগিয়ে দিয়ে যদি বলি, ‘আমাদের তরুণদের হাতে মোবাইল ফোন : আশীর্বাদ না অভিশাপ,’ তাহলে প্রায় সব পাঠক-পাঠিকাই বোধ হয় সমস্বরে চিক্কুর পেড়ে বলবেন, ভাই, এই অতি জরুরি বিষয়টি নিয়ে এত দিন লিখেননি কেন? এখন আসুন, যা বলবার চটজলদি বলে ফেলুন। আর এটা এমন একটা বিষয় যা নিয়ে সবারই ‘দুইখান কথা’ আছে। অতএব দয়া করে আপনার কলম বন্ধ করার আগে আমাদের কথাগুলোও শুনে যাবেন। শুধু একতরফা ফাঁকা মাঠে গোল দেবেন, তা হবে না। জবাবে আমি শুধু বলব : অবশ্যই। আপনাদের অভিজ্ঞতা ও আমার অজ্ঞতা এই দুইয়ের মিশেল দিয়ে আশা করি পাতে দেওয়ার মতো অম্ল-মধুর একটা ব্যঞ্জনের বাগার তৈয়ার হয়ে যাবে।