ভারতের ত্রিপুরা রাজ্যটির তিন দিকেই বাংলাদেশ। মানচিত্র দেখলে মনে হবে রাজ্যটি বাংলাদেশের পেটের মধ্যে ঢুকে রয়েছে। ভারতের বাকি অংশের সঙ্গে ত্রিপুরার স্থলপথের একমাত্র সংযুক্তি আসাম রাজ্যের মধ্য দিয়ে। এছাড়া অন্য কোনো পথ নেই। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ক্ষুদ্র অথচ প্রাচীন রাজ্য ত্রিপুরা পাহাড়, পর্বত ও অরণ্য বেষ্টিত। সংখ্যাগরিষ্ঠ ত্রিপুরা জাতিসত্তাসহ অপরাপর ১৯টি জাতির বাস ছিল রাজ্যটিতে। কৃষি ক্ষেত্রে তখন একমাত্র জুমচাষই ছিল। এতে ফসল উৎপাদন কম হতো তাই ত্রিপুরার রাজারা পূর্ববাংলা থেকে বাঙালি মুসলমান কৃষকদের ত্রিপুরায় নিয়ে যান হাল-চাষে অধিক ফসল উৎপন্নের অভিপ্রায়ে।