বাংলাদেশের মানুষের বিস্ময়, উপনিবেশকালীন যুক্ত বাংলায় বিদ্যাসাগরের মতো অতুল ব্যক্তিত্ব, রবীন্দ্রনাথের ভাবনা, ‘ভুল করে’ আবির্ভূত হয়েছিলেন। মানব মহিমা উজ্জীবনের অনুকূল পরিবেশে অনেক প্রতিভা ইউরোপে সমাজের উপরিকাঠামো এবং বুদ্ধিবৃত্তিক চেতনা পরিবর্তনে আলোড়ন সৃষ্টি করেন। তাঁদের অন্যতম কার্ল মার্ক্স। না, তাঁর মাহাত্ম্য কীর্তনের জন্য আমাদের আয়োজন নয়। সমাজের উপরিকাঠামোতে নতুনত্ব সৃষ্টির যে দৃষ্টিভঙ্গি উপস্থাপন তিনি করেছিলেন, তার ফলে একটি নতুন ধারার সূচনা। বিদ্যাসাগর সমসাময়িক যুগের পরাধীন বাংলাদেশের এক যশস্বী শিক্ষক। তিনি সমাজের অহিতকর সংস্কার আর অন্তর্নিহিত গ্লানি মোছার জন্য কালের বিপরীত স্রোতে যে প্রচেষ্টা চালিয়েছিলেন, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হলেও তাঁর প্রকৃত সত্তাকে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করিয়েছিলেন রবীন্দ্রনাথ।