খাল-বিল, নদী-নালা, পুকুরের দেশ— বাংলাদেশ। এ দেশে এক সময় ছিল—‘গোয়াল ভরা গরু, ‘গোলা ভরা ধান, ‘পুকুর ভরা মাছ,। আমরা ছিলাম ‘মাছে ভাতে, ‘দুধে ভাতে, বাঙালি। সেই চিত্র এখন জাদু ঘরেও নেই। খাল-বিল, নদী-নালা, পুকুর ভরাট হচ্ছে। সরকারি জলাশয় ভূমিদস্যুদের দখলে। দেশে সরকারিভাবে কিছু কিছু খাল, বিল, নদী, নালা খনন হচ্ছে। গরিব, অসহায় মত্স্যজীবীদের জীবনমান উন্নয়নে ‘জাল যার, জলা তার, নীতিতে সরকার মত্স্যজীবীদের ভূমি বন্দোবস্ত দিচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে দেশে ব্যাপক হারে মত্স্য উত্পাদন হচ্ছে।