You have reached your daily news limit

Please log in to continue


লক্কড়ঝক্কড় ১৩ নম্বর লাভে, বিআরটিসির এসি বাস লোকসানে

রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষকে সেবা দিতে চালু হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চক্রাকার এসি বাস। ২০১৯ সালের মার্চে রাজধানীর কয়েকটি রুটে চালু হওয়া এই সেবাটি জনপ্রিয়তাও অর্জন করেছিল বেশ। তবে তিনটি রুটে চালু হওয়া এসব বাস এখন লোকসানের মুখে।

বিআরটিসির এ–সংক্রান্ত হিসাবের কিছু নথি পেয়েছে প্রথম আলো। নথিগুলোতে দেখা যায়, বন্ধের আগে ২০২০ সালের শুধু ফেব্রুয়ারি মাসে মোহাম্মদপুর-আজিমপুর রুটে চলা একটি বাসের (৪৮১৩ অশোক-এসি) মাসিক মোট আয় ১,৭৬,৪৪৫ টাকা। আর খরচ দেখানো হয়, জ্বালানি ১,১৮,১২৬ টাকা, যন্ত্রাংশ ৬,৫০০ টাকা, মেরামত ৬,৭৪০ টাকা, বেতন–ভাতা ৬৯,১৮২ টাকা, অন্যান্য ৪,৩৩১ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন