ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ মাসেরও বেশি সময় ধরে কারাগারে থাকা ঝুমন দাশ আপনকে গত বৃহস্পতিবার শর্তসাপেক্ষে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। কিন্তু হাইকোর্ট থেকে জামিনের আদেশ সুনামগঞ্জে না পৌঁছানোয় এখনই মুক্ত হচ্ছেন না ঝুমন।
সুনামগঞ্জে ঝুমন দাশের আইনজীবী দেবাংশু শেখর দাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ও কাল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় হাইকোর্ট থেকে জামিনের আদেশ এসে পৌঁছানোর সম্ভাবনা নেই। আশা করছি আদেশটি রোববার নাগাদ সুনামগঞ্জ আদালতে এসে পৌঁছাবে। তারপর তা কারাগারে পৌঁছালেই জামিনে মুক্ত হবেন ঝুমন।'
সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার মো. শরীফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্টের জামিন আদেশ সুনামগঞ্জের নিম্ন আদালতে এসে সেখান থেকে ফ্রেশ বেইল অর্ডার আসলে পরে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।'
ঝুমন দাশের মুক্তির জন্য অপেক্ষা করে আছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে তার পরিবার ও স্বজনরা।