হেঁচকি ওঠা খুবই সাধারণ একটি সমস্যা। যা যেকোনো সময়ই হতে পারে। মূলত দ্রুত খেতে চেষ্টা করলে, অনেক গরম ও মশলাদার খাবার খেলে, গরম খাবারের সঙ্গে খুব ঠাণ্ডা পানি বা পানীয় পান করতে শুরু করলে, অনেকক্ষণ ধরে হাসলে বা কাঁদলে হেঁচকি উঠতে পারে। তবে খেতে গেলে অনেকেরই এই সমস্যাটা বেশি হয়ে থাকে। কারো কারো আবার প্রতিদিনই কোনো না কোনো সময়ে হেঁচকি ওঠে। তবে তা খুব কম সময়ই স্থায়ী হয়। এই হেঁচকি অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়।