আমরা যখন খানিকটা ছোট, এই ধরুন ষাট-সত্তরের দশকের কথা বলছি। তখন কলকাতা ময়দানে ফুটবলের দলবদল নিয়ে প্রবল এক পাগলামি ছিল। মোহনবাগানের অমুক কীভাবে আচমকা লাল-হলুদ জার্সি গায়ে দিতে দল পাল্টাল, কিংবা ইস্ট বেঙ্গল কীভাবে বিপক্ষকে বোকা বানিয়ে তাদের তারকা ফুটবলারকে নিজেদের দলে নিয়ে এলো, তা নিয়ে খবরের কাগজে লেখালেখি কিছু কম ছিল না। এমন হয়েছে দাদারা ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে বলেছে, ওঠ, ওঠ, তমুক মোহনবাগানে চলে গেল। স্বাভাবিকভাবেই আমরা যারা লাল-হলুদ ভক্ত তাদের সারা দিনটাই মাটি হয়ে গেল। অনেক দিন এরকম উত্তেজনা খেলার মাঠে আর নেই। তবে, এখন তা প্রবলভাবে ফিরে এসেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে।