বিসিজি টিকার ১০০ বছর ও বাংলাদেশ

ইত্তেফাক ড. মইনুল হাসান প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮

এ বছর ১৮ জুলাই বিসিজি টিকার ১০০ বছর পূর্ণ হলো। বিসিজি টিকা প্রধানত যক্ষ্মা বা টিবি রোগের প্রতিষেধক। আজকের পৃথিবীতে সর্বাধিক ব্যবহূত এই বিস্ময়কর টিকা প্রথম প্রয়োগ করা হয়েছিল প্যারিসের শারিতে হাসপাতালে। আজ তা প্যারিস বিশ্ববিদ্যালয়ের একটি ভবন। এই ভবনের দেওয়ালে একটি স্মারক ফলক লাগানো আছে, যা মনে করিয়ে দেয় বিস্ময়কর এবং লক্ষ-কোটি প্রাণ রক্ষাকারী এই টিকা উদ্ভাবনের কথা। আরো মনে করিয়ে দেয় দুজন মানুষের কথা, তারা হলেন ডাক্তার আলবার্ট ক্যালমেট (১৮৬৩-১৯৩৩) এবং পশুচিকিত্সক ক্যামিল গুয়েরিন (১৮৭২-১৯৬১)। এই দুজন বিজ্ঞানীর দীর্ঘ ১৩ বছরের নিরলস গবেষণার ফল এই টিকা। গরুর যক্ষ্মা রোগ সৃষ্টিকারী জীবিত অণুজীব মাইকো ব্যাকটেরিয়াম বোভিসের সংক্রমণক্ষমতা খর্ব করে তারা এই টিকা প্রস্তুত করেন। তাদের সম্মান জানিয়ে এই টিকার নামকরণ করা হয় ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন (বিসিজি) টিকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us