হাসবেন না। আমাদের গতানুগতিক চিন্তাধারায় পিএইচডি, মাস্টার্স বা যে কোনো ডিগ্রি নিয়ে প্রশ্ন তুললে হাসি ঠেকিয়ে রাখা অবশ্যই কষ্টকর। তবে পিএইচডি ও মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই বলে সম্প্রতি মন্তব্য করেছেন আফগানিস্তানের নতুন শিক্ষামন্ত্রী। আমি যতটা বুঝেছি, তিনি তালেবানের শ্রেষ্ঠত্ব জাহির করতে এ কথা বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন- তালেবানের প্রাথমিক শিক্ষা না থাকা সত্ত্বেও তার মতে, তারাই শ্রেষ্ঠ।
এই শ্রেষ্ঠত্বের প্রসঙ্গটি আজ আমরা এড়িয়ে যাই। বরং শিক্ষা বা ডিগ্রির মূল্য নিয়ে কিছু চিন্তা করি। মন্ত্রীর 'মূল্য' শব্দটি আমাদের সবার জীবনে কোনো অর্থ বহন করে কিনা তা একটু ঘুরিয়ে-ফিরিয়ে দেখি। ডিগ্রি মানবজীবনে কী দেয় আর কী কেড়ে নেয়, তাও আমরা ভাবব।