গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বাজারে যাত্রা শুরুর পর থেকেই, তরুণ প্রজন্মের চাহিদা ও পছন্দকে বিবেচনায় রেখে দুর্দান্ত ডিজাইন, স্পেসিফিকেশনের স্মার্টফোন ও এওআইটি পণ্য বাজারে আনার মধ্য দিয়ে দেশের স্মার্টফোন ইকোসিস্টেমের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে রিয়েলমি।
সম্প্রতি বিশ্বব্যাপী ১০ কোটি স্মার্টফোন বিক্রির অনবদ্য মাইলফলক স্পর্শ করার পাশাপাশি ক্যানালিসের প্রতিবেদন অনুসারে দেশের বাজারে স্মার্টফোন নির্মাতা হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে। এ উপলক্ষে এই স্মার্টফোন ব্র্যান্ডের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিম শাও।