মন্ত্রিসভার আরও নতুন কিছু সদস্যের নাম ঘোষণার পর আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী তালেবান বলেছে, দেশের মেয়েরা শিগগিরই স্কুলে ফেরার অনুমতি পাবে। গত আগস্টে ক্ষমতায় আসার পর শরিয়া আইনে আফগানিস্তান চলবে বলে কট্টর ইসলামপন্থী এই গোষ্ঠীর ঘোষণায় দেশটির বিভিন্ন প্রান্তের নারীদের শিক্ষা এবং চাকরির অধিকারের দাবিতে বিক্ষোভের মাঝে মঙ্গলবার এ আশ্বাস দিয়েছে তালেবান।
দেশটিতে ছাত্রদের জন্য স্কুলের দরজা খুলে গেলেও এখনও বন্ধ রয়েছে ছাত্রীদের; মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সেই দরজা খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন। মেয়েদের শিক্ষার বিষয়ে তালেবানের এই মুখপাত্র বলেন, ‘আমরা এই বিষয়টি চূড়ান্ত করছি... যত তাড়াতাড়ি সম্ভব মেয়েরা স্কুলে ফিরতে পারবে।’