প্রায় অর্ধযুগ আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন নাটোরের সিংড়ার স্থানীয় এক বিএনপি নেতা। এ ঘটনায় মামলা দায়ের করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। ওই মামলায় বিএনপির নেতাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহী আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।