২০০৯ সালে লাহোরে সফররত শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি দীর্ঘদিন৷ অনেক দিন নিরপেক্ষ ভেন্যুতে ‘হোম সিরিজ' খেলতে হয়েছে তাদের৷ সেখান থেকে ধাপে ধাপে এগিয়ে, সেই শ্রীলঙ্কাকে দিয়ে শুরু করে বাংলাদেশ, সাউথ আফ্রিকা, জিম্বাবোয়ের মতো দলকে সর্বোচ্চ নিরাপত্তায় পাকিস্তানে খেলতে দিয়ে, বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে নির্ঝঞ্জাটে পিসিএল আয়োজন করে পিসিবি প্রমাণ করছিল ক্রিকেটকে সন্ত্রাসীদের নাগালের বাইরে রাখতে তারা সক্ষম৷