একাদশ জাতীয় সংসদের মেয়াদ পৌনে তিন বছর পার না হতেই নতুন নির্বাচনের আওয়াজ শোনা যাচ্ছে। করোনার সংক্রমণ কিছুটা কমে আসতেই সরকারি ও বিরোধী শিবির নড়েচড়ে বসেছে। জাতীয় সংসদে যে নতুন করে পুরোনো ইতিহাসচর্চা শুরু হয়েছে, তারও লক্ষ্য আগামী নির্বাচন।
কয়েক দিন আগে গণভবনে আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠকে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। যেসব স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ-সংঘাত আছে, তা দ্রুত তা মিটিয়ে ফেলার ওপর জোর দিয়েছেন তিনি। দলীয় প্রধান একজন সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রীর উদ্দেশে এখনো আওয়ামী লীগার হতে না পারায় উষ্মা প্রকাশ করেছেন। একই সঙ্গে তঁার প্রতিদ্বন্দ্বী কনিষ্ঠ নেতাকে জ্যেষ্ঠর প্রতি সম্মান দেখাতে বলেছেন।