অনেক বছর আগে আমার এক ব্রিটিশ বন্ধুর ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা খুঁজে পেতে সে দেশের একটি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অফিসে ই-মেইল করেছিলাম। অফিস আমার ই-মেইলের জবাব দিতে বিলম্ব করেনি। কিন্তু তারা আমাকে জানায় যে, তৎকালীন ডেটা সুরক্ষা আইন ১৯৯৮ (বর্তমানে ডেটা সুরক্ষা আইন ২০১৮) অনুযায়ী ওই বন্ধুর ব্যক্তিগত ডেটা যা অপ্রকাশিত হিসেবে তাদের কাছে সংরক্ষিত আছে, তারা তা কোনোভাবেই আমাকে দিতে পারবে না; এটি নাকি ওই আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তবে তারা আমাকে জানায়, আমি ইচ্ছা করলে তারা আমার ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা তাকে দিতে পারবে এবং বন্ধুটি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমি সেটিতেই সম্মতি দিই এবং এর কিছুদিন পরে বন্ধুর ই-মেইল পাই। সে ই-মেইলে অ্যালামনাই অফিসের এ মহানুভবতার কথা আমাকে সবিস্তারে জানায় এবং এতে আমি যারপরনাই খুশি হই।