প্রতারণার দায়ে বিতর্কিত ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের গ্রেপ্তারকে বিপুল সংখ্যক পণ্য ক্রেতা-বিক্রেতার ‘পাওনা পরিশোধ এড়ানোর ফন্দি’ বলে ভাবছেন কেউ কেউ।
শুক্রবার পুরান ঢাকায় আদালত চত্বরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাসেলের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখানো ‘পাওনাদার’ দাবিদারদের সঙ্গে কথা বলে এমন সন্দেহের প্রকাশ মেলে।
ঢাকা মহানগর আদালতের শিক্ষানবিশ আইনজীবী সাব্বির আহমেদ সজিব জানান, রাসেল দম্পতিকে আদালতে আনার খবর শুনে সেখানে অর্ধশতাধিক লোক জড়ো হন। তারা রাসেলের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।