রসালো ফল আনারস শুধু সুস্বাদুই নয়, শরীরের পক্ষে অনেক উপকারীও। অসংখ্য গুণে গুনান্বিত আনারসের রস খেয়ে যেমন শরীরে পানির চাহিদা মেটানো যায় তেমনি বাড়তি পুষ্টিগুণ পেতে জুড়ি নেই। আমাদের শরীরের অনেক ঘাটতি পূরণে সাহায্য করে আনারস।
অ্যাথেরোস্ক্লেরোসিস, হৃদপিণ্ডের সমস্যা এবং বিভিন্ন প্রকার ক্যানসারের প্রতিরোধক হিসেবে কাজ করে আনারস। ভিটামিন, ক্যালশিয়াম, পটাশিয়াম, ফসফরাস-সহ একাধিক পুষ্টিগুণে ভরপুরএই আনারস। বিশেষজ্ঞেরা বলছেন, এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট পাল্লা দিতে পারে ক্যানসারের সঙ্গেও। শরীর ভাল রাখার মহৌষধ লুকিয়ে আছে আনারসেই।