একজন সমাজসচেতন কথাশিল্পী

সমকাল নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৮

নাজমা জেসমিন চৌধুরীর প্রয়াণের আড়াই যুগ অতিক্রান্ত হলো। ৩২ বছর অতিক্রান্ত হলেও তার জায়গায় কেউ তো দাঁড়াল না। সে অভাব থেকেই গেল। আমরা তখন ছুটছি তীব্রগতিতে সদ্য স্বাধীন দেশে। জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে। নতুন কিছু করা চাই। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, শিল্পকলা- সর্বক্ষেত্রে এক নবউত্থানের সম্ভাবনা। কিন্তু রাজনীতি হঠাৎ ভয়াবহ সংকটে নিপতিত হলো। এর মধ্যে '৭৫-এর মধ্য আগস্টে সংঘটিত রক্তাক্ত অধ্যায় এবং সামরিক শাসন দেশকে হঠাৎ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত রাজনৈতিক-অর্থনৈতিক আদর্শ থেকে বিচ্যুত করল। তারপরও নাটক-কবিতা-চিত্রকলা-উপন্যাস; অর্থাৎ সামগ্রিকভাবে শিল্পকলা '৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া গণমানুষের রায় এবং স্বপ্টম্ন নিয়ে যাত্রা অব্যাহত রাখল। এই যাত্রাপথে আমরা আবার সাক্ষাৎ পেলাম নাজমা জেসমিন চৌধুরীর। অন্য এক নাজমা আপা। সদাহাস্য, বিনয়ী মানুষ। সংগঠক ও সৃষ্টিশীল একজন মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us