রাজশাহীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলে পড়ে ব্যবসায়ী আরাফাত রুবেলের দুই সন্তান। একটি পঞ্চম শ্রেণি, অন্যটি নবম শ্রেণির শিক্ষার্থী।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দুই সন্তানকে স্কুলে পাঠাতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন আরাফাত রুবেল। তিনি প্রথম আলোকে বলেন, দেড় বছর ধরে ঘরবন্দী থাকতে থাকতে সন্তানেরা বিরক্ত। তাদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। স্কুলে যেতে পারলে তারা খুব আনন্দ পাবে।
অবশ্য স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোরতা চান এই অভিভাবক। তিনি বলেন, স্কুলে যেন ঠিকমতো স্বাস্থ্যবিধি মানা হয়। আর পড়াশোনার বাড়তি চাপ দিয়ে শিক্ষার্থীদের স্কুলবিমুখ না করা হয়। তাদের আনন্দের সঙ্গে পাঠদান করতে হবে।