আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে আঁখি মনি(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আগুনে পুড়ে গেছে দুটি বাড়ির প্রায় ১২টি কক্ষ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়ার রুপায়ন মাঠ সংলগ্ন এলাকার হানিফ ও হুমায়ুন কবিরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।