শুধু জীবনমান নয়, গুরুত্বে জনগণের আবেগও

বাংলা ট্রিবিউন হায়দার মোহাম্মদ জিতু প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১০

চিন্তার দ্যোতনায় বারুদ প্রদানকারী প্রথাবিরোধী চিন্তক হুমায়ুন আজাদ বলেছিলেন, বিপ্লবীরা অতি দীর্ঘজীবী হলে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠেন। আর তখন তাঁদের হাতিয়ার হয়ে ওঠে মাত্রাতিরিক্ত বিপ্লবী আচরণ। বিস্তর ভাবনায় যাকে বলা যায়, প্রতিবিপ্লবী দুর্ঘটনার সূত্রপাত। সেই সূত্রপাতের ইঙ্গিত এবং অবতরণ ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।


যার প্রাসঙ্গিক উদাহরণ বাঙালির গৌরব, স্পর্ধা পদ্মা সেতু সম্পর্কে সাবেক সরকার ও বিরোধীদলীয় প্রধান বেগম জিয়ার ভাষ্য। তিনি মাত্রাতিরিক্ত বিদ্রূপ বা শ্লেষ করতে গিয়ে বলে ফেলেছিলেন, এই সেতুতে কেউ উঠবেন না, উঠলে সেতু ভেঙে যাবে। শেখ হাসিনা এই সেতু নির্মাণ করতে পারবেন না...। যুক্তি হিসেবে তার থলিতে কী ছিল সেটা একমাত্র তিনিই জানেন ?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us