চীনে গেমিং কোম্পানিগুলোকে তলব করেছে দেশটির সরকার। গত মাসে ভিডিও গেম নিয়ে নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। এ নিয়ম মানতে কোম্পানিগুলোকে চাপ দেওয়া হচ্ছে। যারা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।